বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

কাল্পনিক রাজ্যের রাজার কতন।

পৃথিবীতে যারা কল্পনার রাজ্যের বসতী তারাই পেরেছিল মহামানবের তালিখায় উঠে আসতে। পেরেছিল হতে সম্রাট শাহজাহান, মজনু,আনাড়,চন্ডিদাস,ফরহাদ প্রমুখ হতে। এটাতো প্রেমিকের দল। কবি সাহিত্যের চোখেও যারা - কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস,হুমায়ুন আহমেদ, আনিসুল হক,জাফর ইকবাল সহ শত শত কাল্পনিক সৈনিক বিদ্যমান। বাস্তবিক জিবনে থেকে কজন মনিষী আছেন আমার জানা নেই,কজনার ইতিহাস আছে চোখে পড়েনা। যুগ যুগ ধরে বেচে রবে এই মহা প্রান কোটি মানুষের প্রানে।
তবুও বাস্তবতা নিয়েই চলতে হয় হাজার হাজার মাইল। কল্পনার গর্ভে লালিত হয়ে বাস্তবেই ফিরে আসতে হয়। কল্পনাকে রুপান্তরিত করতে হয় বাস্তবের ছায়াতলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^