তুমি আজ ফিরবেনা জানি
যে পথ ধরে হারিয়েছ তুমি
যে পথ গিয়াছে আমার বুকের পাঁজর ছিড়ে
সেই পথ দিয়েই তুমি চলে গেছ
নিমিশেই ক্ষয়ে গিয়েছে আমার পাঁজর সারি।
যেন তোমার ভালবাসায় গড়া
নিশ্চই!! সেতো ছিল তোমার স্পর্শের পরাগতা
তোমারই ভালবাসার শিকলে বাধা।
আজ তুমি তা ছিন্ন করে
জমালে পারী এক অজানা শহরে।
যে মন দিয়েছিল বাধা
তোমায় ছিনিয়ে আনতে
তার নামতো ভালবাসা নয়।
বুঝি তোমার ইচ্ছের বাহিরে ছিলাম আমি
অনিশ্চিত এক বাঁধনে আমায় রেখেছ তুমি।
নয়তো নিজের টানে ভালবাসার ঘ্রাণে
ছুটে আসতে তুমি সব বাধা পেরিয়ে
ছুটে আসতে তুমি এইখানে এই প্রানে।
সে মনে আজ উঠেছে প্রলয়
সাগরের উত্তাল ঢেউ নিয়েছি যেন ছেয়ে
বুকের মাঝে যে ঘন্টা বাজে
যাকে মানুষের প্রান বলে,
সে যেন মরিয়া হয়ে বাজিছে অবিরাম।
কি এমন ভুল ছিল আমার
কি দুষে আমায় করেছ অতিত
প্রশ্ন করি নিজেকেই বারেবার।
সর্বক্ষণ যার তপস্যায়
নিজেকে করেছি বিচরণ
ভাবতে কষ্ট হয় চোখে জল ধরে যায়
কেন কেন তুমি হয়েছিলে আমার
সামান্য সময়ের সুখ পাখিরগান।
এরই নাম কি ভালবাসা
একজন সারাজীবন সাধনার্থে
নিজেকে ডুবিয়ে রেখেও হেরে গেল
আর অন্যজন না চাইতে সব পেয়ে গেল।
সব বাধন আজ ছিন্ন করে দিয়ে
একটি কথার দামে।
নিঃশ্বাস ছুয়ে দিয়েও করেছ পর
অথচ না দেখা কাউকে আবার
করেছ আপনের ছেয়েও আপন
স্বপ্ন বেধেছিলে যাকে নিয়ে
ঘর করতে যাচ্ছ আজ অন্যের সনে।
যে পথ ধরে হারিয়েছ তুমি
যে পথ গিয়াছে আমার বুকের পাঁজর ছিড়ে
সেই পথ দিয়েই তুমি চলে গেছ
নিমিশেই ক্ষয়ে গিয়েছে আমার পাঁজর সারি।
যেন তোমার ভালবাসায় গড়া
নিশ্চই!! সেতো ছিল তোমার স্পর্শের পরাগতা
তোমারই ভালবাসার শিকলে বাধা।
আজ তুমি তা ছিন্ন করে
জমালে পারী এক অজানা শহরে।
যে মন দিয়েছিল বাধা
তোমায় ছিনিয়ে আনতে
তার নামতো ভালবাসা নয়।
বুঝি তোমার ইচ্ছের বাহিরে ছিলাম আমি
অনিশ্চিত এক বাঁধনে আমায় রেখেছ তুমি।
নয়তো নিজের টানে ভালবাসার ঘ্রাণে
ছুটে আসতে তুমি সব বাধা পেরিয়ে
ছুটে আসতে তুমি এইখানে এই প্রানে।
সে মনে আজ উঠেছে প্রলয়
সাগরের উত্তাল ঢেউ নিয়েছি যেন ছেয়ে
বুকের মাঝে যে ঘন্টা বাজে
যাকে মানুষের প্রান বলে,
সে যেন মরিয়া হয়ে বাজিছে অবিরাম।
কি এমন ভুল ছিল আমার
কি দুষে আমায় করেছ অতিত
প্রশ্ন করি নিজেকেই বারেবার।
সর্বক্ষণ যার তপস্যায়
নিজেকে করেছি বিচরণ
ভাবতে কষ্ট হয় চোখে জল ধরে যায়
কেন কেন তুমি হয়েছিলে আমার
সামান্য সময়ের সুখ পাখিরগান।
এরই নাম কি ভালবাসা
একজন সারাজীবন সাধনার্থে
নিজেকে ডুবিয়ে রেখেও হেরে গেল
আর অন্যজন না চাইতে সব পেয়ে গেল।
সব বাধন আজ ছিন্ন করে দিয়ে
একটি কথার দামে।
নিঃশ্বাস ছুয়ে দিয়েও করেছ পর
অথচ না দেখা কাউকে আবার
করেছ আপনের ছেয়েও আপন
স্বপ্ন বেধেছিলে যাকে নিয়ে
ঘর করতে যাচ্ছ আজ অন্যের সনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন