বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

ডিজিটাল চোর

ডিজিটাল বাংলার ডিজিটাল চোরদের তারিফ না করে পারবেননা। আমরা আমাদের নিরাপত্তার জন্য যতই কঠোর প্রক্রিয়া চালু করিনাকেন,উনাদের কাছে এটা বেপারিনা।

সেনিমার কৌশলজাল তাদের মাথায় ঘুরপাক খায়। আর সে কৌশলকেই কাজে লাগিয়ে সফলতার মুখ দেখছেন প্রতিনিয়ত।

চুরি,ডাকাতি, রাহাজানি,ধর্ষণ, লোটপাট,চিন্তাই,গোম ইত্যাদি আজ আমাদের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাবার নিশ্চিত পরিকল্পনা কারো মাথায় এখন আর কাজ করেনা। আবার নিশ্চিত মনে ঘরে ফিরবেন বলেও আশা জাগে না।

এখন পর্যন্ত গোম,হত্যা, চুরি,ডাকাতির কোন একটা দৃষ্টান্তমূলক বিচারকার্য আমরা লক্ষ্য করতে পারিনি। যে বিচার প্রয়োগের ভয়ে বাকি অপরাদীরা ভীত হবেন।

আইন আছেন কঠোরতম আমাদের, কিন্তু; প্রয়োগের বেলায় তেমন কিছুই দেখা যায়না।
কিন্তু কেন এমনটা, অপরাধী সে যেই হোক না কেন শাস্তিভোগ তার করতেই হবে। এই নীতি আজ আমাদের থেকে দুরে সরে যাচ্ছে।

এক একটা গঠনার বয়সও হতে পারেনা,সৃষ্টি হয়ে যায় নতুন গঠনার। কেন আমরা আজ এমন দুরবস্থাপন্ন হয়ে গেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^