বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

মুশফিকের নতুন ইনিংস

না হেসে পারলামনা অমুক এক পত্রিকায় খবর ছাপা হল : মুশফিকের নতুন ইনিংস শুরু। তবে মাঠে নয়।

কিরে ভাই কথা গুলো শুনলেও কেমন নুংরামো মনে হয়। জানি আমার মন্তব্যটুকু পড়লে বলবেন,কথা গুলো কেন নেগেটিভ ভাবে নেন। লিখার মানটা যদি নিজেরাই নেগেটিভ ভাবে তৈরি করে দেন তা আমরা ভাবতে গেলে সমস্যা কিসের।

আপনাদের সেই কথার মত যদি এখন আমি বলি।

মুশফিক নতুন ইনিংসে সেঞ্চুরি করতে পারবেন তো। পারবেন তো নিজের উইকেট ধরে রাখতে। নাকি শুরুতেই ডাক মারবেন। মাথা নিচু করে প্যাবিলিয়ানে ফিরে যাবেন।

কথা গুলো যে কেউ নেগেটিভ ভাবেই নিবে কারন কথার মান সেটাই বলে।

তাই এভাবে না বলে অন্যভাবেও মুশফিকের নতুন জীবন নিয়া একটু মজা করা যেত। সামান্য কিছু শব্দের তারতম্যে অর্থের অনেক ব্যবধান হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^