আপনার iPhone এর Contact লিস্ট Export করুন
শখ করে যারা আইফোন কিনেছেন বা কিনবেন তারা জেনে রাখুন।
কিভাবে আইফোন (iPhone) এর Contacts ব্যাকআপ করবেন?
প্রথমে সেটিংস (Settings) এ যান।
এবার Settings হতে iCloud মেনুতে যান।
এখন Contacts অপশনটি ট্যাপ দিয়ে অন করুন।
এবারে Merge with iCloud কনফার্মেশন হতে Merge সিলেক্ট করুন।
এখন আপনি ব্রাউজার হতে iCloud.com এ যান এবং
Apple অ্যাকাউন্টে লগিন করুন।
Contacts আইকনে ক্লিক করুন।
আপনার Address Book ওপেন হবে। সর্ব নিন্মে বামে Config আইকনে ক্লিক করুন।
তারপর সবগুলো Contact সিলেক্ট করুন। এবার Config আইকন অধীনস্থ “Export vCard” ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন।
এখন এই .vcf ফাইলটি আপনি Android, JAVA এবং প্রায় সব মাধ্যমেই Import করতে পারবেন।
আজকে এখানেই শেষ। কমেন্ট করে জানাবেন যদি সাহায্য পেয়ে থাকেন।
-ধন্যবাদ
বিঃদ্রঃ iCloud.com এর স্ক্রিনসট গুলো ব্রাউজার ভিত্তিক বিভিন্ন রকম হতে পারে। কিন্তু প্রসেস একই।
![]() আমার বড় ভাই আনছেন একখান আইফোন শখ করিয়া। খুব সমস্যাতে ছিলাম Contacts ব্যাকআপ করা নিয়া। আপনারা যারা শখ করে আইফোন কিনেছেন তারা ব্যবহারে হিমশিম তো অবশ্যই খেয়েছেন। কম্পিউটার থেকে গান সেন্ড করুন তো iTune লাগে। ভিডিও সেন্ড করুন তো iTune লাগে। এবার পড়েছি Contacts Backup করা নিয়ে। | |
কিভাবে আইফোন (iPhone) এর Contacts ব্যাকআপ করবেন?
☞ Required:
একটা কথা জানিয়ে রাখি, আইফোনে যার ইন্টারনেট নাই সে আইফোনের মজাই বুঝে নাই।
1. Apple Account
2. Internet Connection
2. Internet Connection
প্রথমে সেটিংস (Settings) এ যান।
১। Screen (১)

২। Screen (২)

এবারে Merge with iCloud কনফার্মেশন হতে Merge সিলেক্ট করুন।
৩। Screen (৩)

Apple অ্যাকাউন্টে লগিন করুন।
৪। Screen (৪)

৫। Screen (৫)

তারপর সবগুলো Contact সিলেক্ট করুন। এবার Config আইকন অধীনস্থ “Export vCard” ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন।
এখন এই .vcf ফাইলটি আপনি Android, JAVA এবং প্রায় সব মাধ্যমেই Import করতে পারবেন।
৬। Screen (৬)

-ধন্যবাদ
বিঃদ্রঃ iCloud.com এর স্ক্রিনসট গুলো ব্রাউজার ভিত্তিক বিভিন্ন রকম হতে পারে। কিন্তু প্রসেস একই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন