বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

জেনে নিন দাঁতের যত্নে কিছু গুরুত্ত্বপূর্ণ অজানা টিপস্

জেনে নিন দাঁতের যত্নে কিছু গুরুত্ত্বপূর্ণ অজানা টিপস্
সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাঁতের ভুমিকা বেশ গুরুত্ত্বপূর্ণ৷ আজকাল অনেকেই তাদের দাঁতের যত্ন নিতে ব্যস্ত৷ হাসলে যাতে আপনাকে সুন্দর দেখায় তার জন্য দাঁতের যত্ন নেওয়া একান্ত জরুরি৷ এছাড়া আজকাল জলের জন্য অনেকেই দাঁতের প্রচুর সমস্যায় ভুগছেন৷ তাই দাঁতের যত্ন নিন নিজের ঘরে বসেই৷
লেবু বা টক জাতীয় খাবার যদিও দাঁতের পক্ষে ভাল কিন্তু অতিরিক্ত পরিমানে খেলে তা দাঁতের পক্ষে মারাত্বক ক্ষতি করতে পারে৷ দাঁতের এনামেল নষ্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে৷ কারণ টক জাতীয় ফল থেকে অনেক পরিমানের জল বেরোয় এবং অ্যাসিড জাতীয় দ্রব্যও থাকে৷ তাতে দাঁতের ভেতরের অংশ নরম হয়ে যায় এবং দাঁতের ভীষণ ক্ষতি করে৷
তবে আপনি যদি টক জাতীয় খাবার খেতে ভালবাসেন তাহলে সেটা খাবার পর একটু চিজ্ কামড়ে নিন বা খেতেও পারেন৷ চিজ্ অ্যাসিডের মান কমিয়ে দেয় ও দাঁতের সুরক্ষা দেয়৷
খুব শক্ত খাবার বা আলমন্ড কম খান৷ শরীরের পক্ষে ভাল হলেও আলমন্ড খুব শক্ত হবার কারণে দাঁতের শিরায় চিড় বা ভাঙন ধরায় এবং খুব স্বভাবিক ভাবেই দাঁতের ক্ষতি করে৷
এনার্জি ড্রিন্ক, বা খুব মিষ্টি সংমিশ্রিত পানীয় বর্জন করুন৷ এতে দাঁতের ভীষণ ক্ষতি হয়৷ এভাবেই মেনে চলুন এই টিপস্ আর নিজেকে সুন্দর রাখুন৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^