বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

এবার মোবাইল থেকে কন্ট্রোল করুন আপনার কম্পিউটার- Team Viewer ফর এন্ড্রয়েড!!!

Team Viewer এর নাম মোটামুটি সবাই কমবেশি শুনে থাকবেন। এর সাহায্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পরিচালনা করা যায়। এই সুবিধাটি এখন পুরোপুরি উপভোগ করতে পারবেন এন্ড্রয়েড ফোনের সাহায্যে, যেখানে অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার পিসিটিকে!
কি জন্য দরকার হতে পারেঃ ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।
এরকম আর হাজারো সুবিধা পাওয়া যাবে এ অ্যাপ্লিকেশান থেকে।




ব্যাবহারের নিয়মঃ  
১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে
২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে
৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ।
এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!

এন্ড্রয়েড ব্যাবহারকারিদের জন্য সুখবর! এখন আর আপনাকে কষ্ট করে নেট ঘেটে এন্ড্রয়েড এর HD গেমস, গেমস, অ্যাপ্লিকেশান, লাইভ ওয়ালপেপার, উইজেট গুলো খুঁজে বের করতে হবে না। পোহাতে হবে না কোন ইন্সটলেশন ঝামেলা।
বাংলাদেশে প্রথমবারের মত এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য ৪ টি ভিন্ন ভিন্ন DVD প্রকাশ করেছে লাইকেনবিডি। এগুলো হলঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^