বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিলিট করা ফাইল ফিরিয়ে আনুন সহজেই!

অনেক সময় স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় কোনো ফাইল ভুলে ডিলিট হয়ে যায়। নানা চেষ্টার পরও তা মেমোরি কার্ডে খুঁজে পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা চাইলে তা ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য ব্যবহার করতে হবে ‘রিসাইকেল বিন’ নামের অ্যাপ্লিকেশনটি। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে যেমনটি থাকে রিসাইকেল বিন। এ অ্যাপের কাজও অনেকটা সেরকম।
10712808_552677154833443_5781946929644702770_n
বেখেয়ালে ডিলিট হওয়া ফাইলগুলো এ অ্যাপে জমা হয়ে থাকবে। ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি উদ্ধার করা যাবে। বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে।
এক নজরে ফিচারগুলো
১. অডিও ও ডিডিও, ছবি, ডকুমেন্টসহ সকল ধরনের ফাইল সর্মথন করে অ্যাপ্লিকেশনটি।
২. কোনো ঝামেলা ছাড়া এক ক্লিকে ডিলিট হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
৩. ইন্টারনেট সংযোগ ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি।
৪. একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ফিচার রয়েছে এতে। অনেক সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল জমা হয়ে স্মার্টফোনের মেমেরি দখল করে । এ ফিচার সেই সমস্যাও দূর করবে।
৫. জাপানি, ফ্রান্স, চীন, জার্মানসহ অনেকগুলো ভাষা সমর্থন করে এটি।
ডাউনলোড লিঙ্কঃ
প্লে-ষ্টোরঃ https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster&hl=en
মবজীনিঃ http://server.voga360.com/client/app/search.htm?type=app&key=dumpster+-+recycle+bin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^