আমরা ভাসছি এক দুদল্যমান
অবস্থায় সেই ব্রিটিশ থেকে শুরু করে আজ অবধি। আমরা বাঙ্গালী আমরা বরাবরই
চাই শান্তি চাই সুখ। আমরা একে একে সবাই কে দূর করেছি আমাদের শান্তির
লক্ষ্যে ব্রিটিশ এবং পাকিস্তানী দের। আর আজ পড়েছি বড় কঠিন পরিক্ষায় দেশের
প্রধান দুই দলের গ্যাঁড়া কলে। আমাদের পুজি করে যারা দেশ শাসন করছেন এবং
করে এসেছেন। তারা আমাদের কত টুকু দিতে পেরেছেন স্বাধীনতার পর। আমরা ক্রমশই
এ সরকার নয় ঐ সরকার করে হয়রান । বিগত যারা দেশ শাসন করে এসেছেন আজ তারা
বিভিন্ন দুর্নীতির জালে আটকে কাতরাচ্ছেন। এই কি পরিচালকের নীতি হওয়া উচিত।
যে সংসারের কর্তাই হ-য-ব-র-ল তার পরিবারের অন্য সদস্য কতটুকুই বা শুদ্ধ
হতে পারে। আজ যারা দেশ পরিচালনা করছেন তারাই বা কতটুকু সফল তা দেশবাসি
জানেন। কিছুদিন পূর্বে তুলপার হয়েছিল আমাদের বর্তমান যোগাযোগ মন্ত্রীকে
নিয়ে সারা দেশের রাস্তার যে হাল তাতে তিনি কি করবেন নিরবে সহ্য করা ছাড়া
আর কোন উপায় ছিলনা। এখন পড়েছি আরেক সমস্যায় আমাদের অর্থ মন্ত্রী ......
তিনি পাগলের প্রলাপ করছেন । মুখে তার মুক্তা ফুটে যখন তিনি কিছু বলেন । আর
কর্মের বেলায় অপারগতা...। শেয়ার বাজারের যে হাল তিনি মন্ত্রী হয়ে তার
সুষ্ঠু সমাধান জানেননা সরাসরি বলেছেন। আর আমরা সাধারন জনতা কি করতে পারি এ
সমস্যার। এমন অযুগ্য ও অনবিজ্ঞ মন্ত্রী পরিষদ পরিবর্তন করে সরকারের অতীব
জরুরি সারা দেশের মানুষের অসস্থিকর পরিবেশ দূর করা। অন্যতায় ইতিহাসের পথে
পা বাড়াতে পারে আবারও বাঙ্গালি...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন