শিশুদের কে বিরত রাখুন বাংলা টিভি দেখা থেকে কারন শিশুরা যা দেখে তাই
অনুসরণ করে। ধন্যবাদ দিতে হয় এমন একটা বিজ্ঞাপন বাংলাদেশের টিভি চ্যানেল
গুলোতে দেখেছিলাম। সেই বিজ্ঞাপন দাতার নাম এই মুহূর্তে মনে পরছেনা। যে শিশু
আপনার স্বপ্ন, আশা, ভরশা তা নষ্ট হউক নিশ্চয়ই আপনি কামনা করেননা। আজকাল
টিভি দেখলে কেন জানি মনে হয় কোন অ্যাকশান সিনেমা দেখছি, চারিদিকে শুধু হৈচৈ
আর প্রতিশুধের গন্ধ একেবারে ধর মার কাট কাট ভাব। তা অবশ্য মিডিয়ার কোন
দুষ নাই। প্রতিনিয়ত আমাদের চারপাশে যা যা ঘটছে তাই তারা প্রকাশ করছে।
অবরুধ, হরতাল, গালাগালি, মারামারি, খুন, চুরি, ডাকাতি,
ইত্যাদি......ইত্যাদি তাও আবার প্রতি ঘণ্টা আপডেট হয়ে। আমরা যারা পূর্ণ বা
প্রাপ্ত বয়স্ক উক্ত বিষয় গুলো দেখছি, হয়ত আমাদের উপর সেই বিষয়টা কোন
প্রভাব ফেলবে না, কিন্তু আমরা যারা আমাদের সন্তান কে পাশে বসিয়ে এই বিষয়
গুলো উপভোগ করছি...্্্ আমরা কি কখনও ভাবছি সেই বিষয় আমাদের সন্তানদের
উপর প্রভাব ফেলবে কি না ?? তাই আমার মতে শিশুদের কে টিভি দেখা হতে বিরত
রাখুন......।।
একটা গল্প বলি... একজন অভিনেতা সিনেমায় তার চরিত্রে সিগারেট খাওয়ার অভিনয় ছিল, সেক্ষেত্রে তিনি চরিত্র মোতাবেক সিগারেট খেতে বাধ্য হলেন...। পরিশেষে অভিনেতার সিনেমাটি মুক্তি পেলে স্বপরিবারে সিনেমা দেখতে বসলেন সিডি প্লেয়ার চালিয়ে, হঠাৎ তার অভিনয়ের সেই দৃশ্য চলে আসল শেষ হবার পর তার ছেলে তার দাদুকে বলল দাদু দেখ আব্বু কিভাবে সিগারেট খাচ্ছে তুমি আব্বুকে বকে দাও। এই অবুঝ শিশুটিও বুজতে পারল সিগারেট খাওয়া ভাল কাজ নয়...।।
তাই আমার ধরনা শিশুদের নিয়ে বর্তমান পরিস্থিতির কিছু দেখা সুফল হবে বলে মনে হয় না।
একটা গল্প বলি... একজন অভিনেতা সিনেমায় তার চরিত্রে সিগারেট খাওয়ার অভিনয় ছিল, সেক্ষেত্রে তিনি চরিত্র মোতাবেক সিগারেট খেতে বাধ্য হলেন...। পরিশেষে অভিনেতার সিনেমাটি মুক্তি পেলে স্বপরিবারে সিনেমা দেখতে বসলেন সিডি প্লেয়ার চালিয়ে, হঠাৎ তার অভিনয়ের সেই দৃশ্য চলে আসল শেষ হবার পর তার ছেলে তার দাদুকে বলল দাদু দেখ আব্বু কিভাবে সিগারেট খাচ্ছে তুমি আব্বুকে বকে দাও। এই অবুঝ শিশুটিও বুজতে পারল সিগারেট খাওয়া ভাল কাজ নয়...।।
তাই আমার ধরনা শিশুদের নিয়ে বর্তমান পরিস্থিতির কিছু দেখা সুফল হবে বলে মনে হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন