বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

এবার আপনার স্মার্টফোন দিয়েই চাকরি খোঁজা ও আবেদন করতে পারবেন শুধু প্রয়োজন এই অ্যাপটির, Download করে নিন কাজে লাগবে অবশ্যই Must See

একটা ভালো কাজ কে না চায়। তাইতো শিক্ষা জীবন শেষে কিংবা ক্যারিয়ারের মাঝপথে ভালো একটি চাকরির খোঁজে থাকেন সবাই। ভালো কিছু পেতে হলে একটু ঝামেলাতো পোহাতেই হয়। তাইতো সবাই সংবাদপত্রে চোখ রাখেন কিংবা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ান
তবে প্রযুক্তির ছোঁয়া থেকে বাদ যায়নি এ খাতও। অনলাইনে রয়েছে এখন চাকরির নতুন বিজ্ঞাপনের অনেক ওয়েবসাইট। আর চাকরি খোঁজার এ কাজকে আরও সহজে করবে স্মার্টফোনের একটি অ্যাপ।
নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
ছোট একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে পথে চলতে চলতেও জেনে নেওয়া যাবে চাকরির বাজারের সর্বশেষ আপডেট। তেমনি একটি অ্যাপ হলো ‘জবস’।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো অ্যাপটির সাহায্যে দেশের মধ্যে পছন্দ অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ রয়েছে।
এতে রয়েছে সহজ জব ফিল্টারিং ও দ্রুত সার্চ সুবিধা।
অ্যাপটিতে রয়েছে অফলাইন জব ভিউ এবং অনলাইন হলেই নতুন চাকরির তালিকা পাওয়া যাবে। এতে রয়েছে প্রোফাইল অনুযায়ি চাকরি সার্চের সুবিধা।
চাকরি পেতে প্রয়োজনীয় ঠিকানা, ই-মেইল, কন্টাক্ট নম্বার, ওয়েবসাইট লিংক দেয়া রয়েছে অ্যাপটিতে। ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ফ্রিলান্স ও ইন্টার্ন জব সার্চও রয়েছে এতে।দেখার পাশাপাশি অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই আবেদন করা যাবে। এতে রয়েছে নতুন চাকরির অ্যালার্ট সুবিধাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^