বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

600kb এর সফটওয়্যার দিয়ে মাত্র ১ ক্লিকে পেনড্রাইভ বুট করুন [১০০% নিরাপদ]

মাত্র ১ ক্লিকে পিসি দিয়ে নিরাপদে বুট করুন পেনড্রাইভ
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে মাত্র এক ক্লিকে কিভাবে বুটএকটি করবেন পেন্ড্রাইভ।
পেন্ড্রাইভ কেন বুট করতে হয় তা নিয়ে আর কিছু বলতে চাই না। শুধু এটা বলতে চাই windows দেয়ার জন্য এর কোন বিকল্প নেই।
পেন ড্রাইভ বুট দেয়া অনেক সময় ঝামেলার আবার অনিরাপদ ও বটে। কারন এতে pendrive অনেকের নস্ট হয়ে যায়। তাই আজ অত্যান্ত সহজ আর নিরাপদ উপায় নিয়ে এলাম। প্রথমে নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

download বুট পেনড্রাইভ

size:৮৪৭ kb
ইন্সটল করার দরকার নাই। কারন এটি portable software. তাই বুট করতে পিসি তে pendrive লাগান। তারপর এই সফটওয়্যার টি ওপেন করুন।এবারে iso image লেখা অপশনে আপনার যে কোন উইন্ডোজ এর আই এস ও ফাইল সিলেক্ট করুন।   সবথেকে নিচে লেখা স্টার্ট বাটন ক্লিক করলেই বুট হয়ে যাবে। এটা অনেকটা মেমোরি ফরমেট দেয়ার মত। নিচের ফটো এর মত।
Screenshots 
nnnnn
Requirements:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^