বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

[Must See]এক ক্লিকে আপনার কম্পিউটারের স্পীড বাড়িয়ে নিন

 আজ আপনাদের খুব কাজের একটি সফটওয়ার এর সন্ধান দিব তা হল কম্পিউটার এর স্পীড বাড়ানোর জন্য। অনেক সময় কম্পিউটার এর স্পীড কমে গেলে আমাদের খুব খারাপ লাগে । আর এই খারাপ লাগা থেকে বের করে আনার জন্যে এই ব্যবস্থা । এই ব্যবস্থা করা হয়েছে একটি ছোট সফটওয়্যার দিয়ে। আর এই সফটওয়্যার এর নাম হল DELETE

কিভাবে ব্যবহার করবেন

১. প্রথমেএখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২. তারপর এটি Extract করে নিন।

৩. এখন একটি exe ফাইল পাবেন আর তাতে ক্লিক করেন।

৪. ক্লিক করার সাথে সাথে ৪ টি উইন্ডো পাবেন আর তাতে অনেক গুলো ফাইল দেখতে পাবেন ।

৫. এখন শুধু ওই ফাইল প্রত্যেকটা উইন্ডো থেকে ডিলিট করে দিন। দেখবেন আপনার PC কেমন স্পীড হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^