বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

শনিবার, ৪ অক্টোবর, ২০১৪

ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে একটি চেইন টিউন, প্রথম পর্বে দ্বিতীয় মহাগ্রন্থ “বুখারী শরীফ” নিয়ে হাজির হলাম- (পর্ব-১)

‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’
আশাকরি মহান আল্লাহর অশেষ কৃপায় সুস্থ থেকে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। অবশ্যই কামনাও তাই। টেকটিউনে মহাগ্রন্থ আল-কুরআন শরীফ নিয়ে অনেক সুন্দর সুন্দর টিউন হয়েছে। কিন্তু হাদিস শরীফ নিয়ে টিউন করতে খুব কমই দেখা গেছে। তাই আমি ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নিয়ে একটি চেইন টিউন করতে চাই। আমার প্রথম পর্ব দ্বিতীয় মহাগ্রন্থ “বুখারী শরীফ নিয়ে।
বুখারী শরীফ  নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে ‘আল-জামেউল মুসনাদুস সহীহ আল-মুখতাসার মিন সুনানে রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ওয়া আইয়্যামিহি’। হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীস গ্রন্থটি যিনি সংকলন করেছেন, তার নাম ‘আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী’। মুসলিম পন্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই বোখারী শরীফ। ৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া বলেছেন, আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোন মুহাদ্দিসের জন্ম হয়নি। কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্ম লাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয়। তিনি সহীহ হাদিস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ৬(ছয়) লক্ষ হাদীস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী (সা)-এর রাওজায়ে আকদাসের পাশে বসে প্রতিটি হাদীস গ্রন্থিত করার পূর্বে মোরাকাবার মাধ্যমে মহানবী (সা) এর সম্মতি লাভ করতেন। এইভাবে তিনি প্রায় সাত হাজার হাদীস চয়ন করে এই ‘জামে সহী্’ সংকলনটি চুড়ান্ত করেন। তার বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পানিডত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন। মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান-গবেষণার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই। পৃথিবীর প্রায় ১৫০ (দেড়শত) জীবন্ত ভাষায় এই গ্রন্থটি অনুদিহ হয়েছে। মুসলিম জাহানের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইসলমী পাঠ্যক্রমে এটি অন্তর্ভুক্ত। দেশের কামিল (মাষ্টার্স) পর্যায়ে মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সমূহের সংশ্লিষ্ট বিভাগে এই গ্রন্থটি পাঠ্যতালিকাভুক্ত। তবে এই গ্রন্থটির বাংলা অনুবাদ হয়েছে বেশ বিলম্বে। এ ধরনের প্রামাণ্য গ্রন্থের অনুবাদ যথাযথ ও সঠিক হওয়া আবশ্যক। এ প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কিছুসংখ্যক যোগ্য অনুবাদক দ্বারা এর বাংলা অনুবাদের কাজ সম্পন্ন করে একটি উচ্চ পর্যায়ের সম্পাদনা পরিষদ কর্তৃক যথারীতি সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। ১৯৮৯ সালে গ্রন্থটির প্রথম খন্ড প্রকাশিত হবার পর পাঠক মহলে বিপুল সাড়া পড়ে যায় এবং অল্পকালের মধ্যেই ফুরিয়ে যায়। ব্যাপক চাহিদার প্রেক্ষিতে দেশের বিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত সম্পাদনা কমিটির মাধ্যমে এবারেরটা পঞ্চম সংস্করণ প্রকাশ করা হলো। আশা করি গ্রন্থটি সর্বমহলে সমাদৃত হবে।
মহান আল্লাহ্ আমাদেরকে রাসুলুল্লাহ (সা)-এর সুন্নাহ্ অনুসরণ করে চলার তাওফিক দিন।
*********আমীন*******
পিডিএফ ফরমেটে ৪৪৮৬ পৃষ্টার গ্রন্থখানি শুধু মাত্র ১৩১ এম.বি।
যেহেতু গ্রন্থখানি ১০টি খন্ডে বিভক্ত সেহেতু ডাউনলোড় করতেও অনেক সহজ হবে। তাহলে দেরি কেন এখনই শুরু করেদিন...............
আমার মতে এই মহা গ্রন্থটি সবার সংগ্রহে রাখা উচিৎ। জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকারে আসবে।
বি:দ্র: ১ম খন্ড থেকে ঈমাম বোখারী (র:) এর জীবনীটা সবাই একবার হলেও পড়ে দেখবেন। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাহার জীবনী থেকে অনেক কিছু শিখার আছে।
Sahih Bukhari (part 01) with interactive link
Sahih Bukhari (2nd part) with interactive link
Sahih Bukhari (3rd part) with interactive link
Sahih Bukhari (4th part) with interactive link
Sahih Bukhari (5th part) with interactive link
Sahih Bukhari (6th part) with interactive link
Sahih Bukhari (7th part) with interactive link
Sahih Bukhari (8th part) with interactive link
Sahih Bukhari (9th part) with interactive link
Sahih Bukhari (10th part) with interactive link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^