বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

অনলাইনে শিক্ষা বিষয়ক অসাধারণ একটি সাইট

সুপ্রিয় এস.এস.সি. পরীক্ষার্থী ও ক্লাস নাইনের শিক্ষার্থীরা অনলাইন ঢাকা গাইডে যাও, ফ্রি অনলাইনে নৈর্ব্যক্তিক মডেল পরীক্ষা দাও। প্রতিটি বিষয়ে যত ইচ্ছা মডেল প্রশ্নপত্রে অনলাইনে পরীক্ষা দাও। আবার চাইলে যত ইচ্ছে মডেল প্রশ্ন প্রিন্ট আউটও করতে পারবে।
এখানে প্রত্যেক বিষয়ে রয়েছে তিনশতেরও বেশী মডেল টেস্ট। এমনকি পছন্দের চ্যাপ্টারগুলোতে পরীক্ষা দিতে পারো। কোন রেজিষ্ট্রেশন নেই, কোন ঝামেলা নেই, চটপট শুরু কর ‘ফ্রি অনলাইন মডেল টেস্ট’।
পরীক্ষার ফলাফলের রেকর্ড:
যত ইচ্ছা পরীক্ষা দাও। তোমার দেয়া পরীক্ষাগুলোর ফলাফল জমা থাকবে এখানে। চাইলে তুমি দেখতে পারবে পুরনো পরীক্ষাগুলোর কোথায় ভুল হয়েছে। শুধু রেজিষ্ট্রেশন করে নিও যাতে আমরা তোমার নামে পুরনো রেকর্ডগুলো রাখতে পারি।
নবম শ্রেণির পরীক্ষার্থী:
যে সমস্ত অধ্যায় পড়া হয়ে গেছে শুধু সেগুলোর উপরও চাইলে পরীক্ষা দিতে পারবে এখানে। প্রথম কয়েকটি অধ্যায় বা মাঝ থেকে যে কোন অধ্যায় নির্বাচন করে পরীক্ষা দিতে পারবে এখানে।
আপনাদের যাদের ছোট ভাই-বোন, ছেলে-মেয়ে কিংবা আত্মীয়-স্বজন রয়েছে, যারা ক্লাশ নাইন বা টেটে পড়ে তাদেরকে ঢাকা গাইডে অনলাইনে ফ্রি মডেল টেস্ট দেবার তথ্যটি জানিয়ে দিন। আশা করি আমাদের এই উদ্যোগ নাইন/টেন ক্লাসের পরীক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে যথেষ্ট সহায়ক হবে।

* অনলাইনে ফ্রি মডেল টেস্ট দিতে এখানে ক্লিক করুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^