বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

লতিফ সিদ্দিকীর বনবাস যাপন

এমাসের আলোচিত বিষয় "লতিফ সিদ্দিকী" ইসলাম ধর্মের বিরোধীদের অন্যতম এক নাম। যার একটি কথায় গুটা জাতি আজ ক্ষিপ্ত হয়ে আছেন।

বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তিত্বগন তার শাস্তি দাবিতে নিজেদের বক্তব্যপেশ করেছেন ইতিমধ্যে।

কেউ কেউ আবার তার শীরচ্ছেদ দাবী করছেন।

আমার মতে কাকুকে তুক্কু জেটুকে, সরকারি তহবিল থেকে কিছু চিড়া,মুড়ি আর গুড় দিয়ে বনবাসে পাঠানো উচিত।

কারন সেখানে কোন ধর্ম নাই, কাকুরও না নানা জেটুরও ধর্ম কর্ম ভালো লাগেনা। ওখানে থাকলে আরামেই থাকবেন।

হয়তো একদিন তিনি টারজান হয়ে যেতে পারেন।

উউউউউউউউউউউ আপাতত এটা প্রেক্টিস করতে থাকেন জেটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^