বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

পেন্ড্রাইভ এর সব ডাটা শর্টকার্ট হয়ে গেছে? নিন মুহূর্তেই সমাধান!!


কেমন আছেন সবাই? আশা করি ভাল আজ আমি আপনাদের জন্য খুব দরকারি একটি পোস্ট নিয়ে এসেছি আশা করি ভাল লাগবে!  প্রায়ই দেখা যায় আপনি আপনার কোন বন্ধুর পিসিতে আপনার পেন্ড্রাইভ প্রবেশ করালেন কিন্তু আপনি দেখলেন আপনার পেন্ড্রাইভ এর সব কিছু শর্টকাট হয়ে গেছে! কিন্তু এখানে তো আপনার অনেক দরকারি ডাটা ছিল তো এখন আপনি কিছু স্টেপ এর মাধ্যমে সহজেই এ থেকে পরিত্রান পেতে পারেন। কিভাবে করবেন কাজটা অনেক ছোট্ট ও কম ঝামেলাপূর্ণ অর্থাৎ সহজেই আপনার ডাটাগুলো কে শর্টকাট থেকে আগের মত করতে পারেন।
এই শর্টকাট সমস্যা আপনি দুইভাবে সমাধান করতে পারেন -
১/ ডস(dos) কমান্ডের সাহায্যে।
২/ অ্যান্টি ম্যালওয়্যারের সাহায্যে।
আসুন প্রথমে দেখি ডস কমান্ডের সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করবেন-
১. প্রথমে Run (Win+R) এ যান;
২. এবার টাইপ করুন CMD
৩. এবার উইন্ডোটি তে লিখুন attrib -h -r -s /s /dj:\/8*.*  


এবার দেখুন আপনার পেন্ড্রাইভ এ কোন শর্টকাট নেই।
আসুন এবার আমরা দেখি এন্টি ম্যালওয়্যারের সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করতে পারি-
এটা আরো সহজ! কীজন্য সহজ বললাম জানেন? কারন এটা শুধু ডাওনলোড করে ইন্সটল করে স্ক্যান দিন এবং আপনার পিসিটি রিস্টার্ট দিন ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান!
এন্টি ম্যালওয়্যার ডাওনলোড লিঙ্কঃ http://goo.gl/R7OvOk

যাই হোক ভাল থাকুন সবাই এই প্রত্যাশায় বিদায়…।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^