বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

যে কোন গান থেকে মিউজিক আলাদা করুন

আস্সালামু আলাইকুম । কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে একটা Awsome সফটওয়্যার উপহার দিবো । সাথে ফুল টিউটোরিয়াল ।
এই সফটওয়্যারটার নাম Audacity যার দ্বার যে কোন গান থেকে মিউজিক আলাদা করা যায় । এ ছাড়া আরো অনেক কিছু ।


কথা না বাড়িয়ে নিচের লিন্ক থেকে সফটওয্যারটা ডাউনলোড দিন ।
Download link:
http://audacity.googlecode.com/files/audacity-win-2.0.3.zip
তো আসুন মুল টিউটোরিয়ালে আসা যাক ।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন ।
তারপর File->open এ ক্লিক করুন ।
যেই Mp3 ফাইলের মিউজিক আলাদা করতে চান সেটা সিলেক্ট করে Open এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন ফাইলটা Import হবে ।
এবার দেখুন ফাইলটা সম্পুর্ন লোড নিয়েছে ।
এখন দেখুন ওখানে ডানপাশে ২ টা অংশে বাইরেট আছে ।
ঠিক ২ টা অংশের মাঝামাঝি মাউস কারর্সর রেখে একটা ক্লিক করুন । দেখুন সব বাইরেট সিলেক্ট হয়ে গেছে ।
এবার উপরের আংশের বাম পাশের Track এ ক্লিক করে Split stereo track এ ক্লিক করুন । এভাবেই নিচের অংশ তেও করবেন ।
এবার উপরের Effect এ ক্লিক করে Invert এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন দেখুন Effect লোড নিচ্ছে ।
আবারও ডানপাশের প্রথম অংশের বামদিকের Track এ ক্লিক করে Mono করে দিন । একই ভাবে নিচেরটাতেও Mono করে দিন ।
এবার File->save এ ক্লিক করে File টা সেভ করে নিন ।
এবার ওটা Play করে দেখুন ওটাতে কোন গান নেই । যা আছে সব মিউজিক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^