বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

আইফোন দিয়ে পিসিতে ফ্রী নেট ইউজ করুন ।

আইফোন ইউজাররা সবাই জানে আইফোন দিয়ে ফ্রী নেট ইউজ করা খুব কঠিন ব্যাপার । তবে যারা জানেন তাদের জন্য খুব সহজ । আর যারা জানেন না তাদের জন্য ও সহজ হবে যদি আমার এই টিউন টি একবার হলেও পড়ে থাকেন । বেশি কথা না বলে কাজের কথায় চলে আসি ।
আইফোন দিয়ে পিসিতে ফ্রী নেট ইউজ করতে হলে নিচের লিংক দুইটায় আপনাকে ঘুরে আসতে হবে।

এখানে দেখে নিন (১)
এখানে দেখে নিন  (২)

তারপর যা করবেনঃ
  • আপনার আইফোনের setting option সিলেক্ট করতে হবে ।
  • Setting option থেকে General option সিলেক্ট করতে হবে ।
  • General option থেকে Cellular option সিলেক্ট করার পর Cellular Data Network option এ গিয়ে web setting ঠিক করে নিতে হবে । নিচের নিয়ম অনুযায়ী web Setting করতে হবে ।
Cellular Data :
APN : gpmms
MMS: gpmms
MMS Proxy: 10.128.1.2
Internet Tethering:
APN: gpmms
Setting ঠিক করার পর দ্বিতীয় টিউনের( Personal Hotspot ) নিয়ম অনুযায়ী পিসিতে নেট কানেক্ট দিন ।
এবং প্রথম টিউনটির নিয়ম অনুযায়ী Proxifier এর setting ঠিক করে Proxifier টি ওপেন করুন ।
কাজ শেষ এখন শুধু একটি ব্রাউজার ওপেন করে ফ্রী নেট এর মজা নিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^