বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪

কি মুভিতে সাবটাইটেল যোগ করতে পারছেন না ? তাহলে এই পোস্টটি শুধুই আপনার জন্যে

কিভাবে আপনি আপনার মুভিতে সাবটাইটেল যোগ করেন বিশেষ করে ইংলিশ মুভিতে। আমরা অনেকেই ইংলিশ মুভি দেখতে ভালবাসি কিন্তু সমস্যা হল তাদের কথাগুলো বুঝি না । আর যদি মুভির নিচে ইংলিশে লিখে দেওয়া সাবটাইটেল থাকলে আর বুঝতে সমস্যা হয় না ।

দেখুন কিভাবে সাবটাইটেল যোগ করবেন

১. প্রথমে আপনি এই লিঙ্কে যান ।
২. তারপর Search বাক্সে আপনার মুভির নাম লিখে দিন আর Subtitle Search এ ক্লিক করুন।
৩. আপনি চাইলে Language ও পরিবর্তন করতে পারেন আর পরিবর্তন করতে চাইলে All Language এর পাশে Edit এ ক্লিক করুন।
৪. এখন Search করার পর আপনার রেজাল্ট পেয়ে যাবেন ।
৫. রেজাল্ট থেকে আপনার পছন্দের সাবটাইটেলে ক্লিক করুন আর ডাউনলোড করে নিন ।
৬. ডাউনলোড করা ফাইলটি Zip অথবা RAR এ থাকতে পারে ।
৭. এখন ফাইলটি Extract করে নিন ।
৮. আপনার মূল মুভিটি প্লে করুন  আর Extract করা ফাইল থেকে SRT নামের ফাইলটি টেনে এনে এর আগে প্লে করা মুভিতে ছেড়ে দিন ।
আর দেখবেন নিচে সাবটাইটেল দেখাচ্ছে ।
ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন ।
তাহলে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী টিউনে ঠিক সে পর্যন্তই আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^