বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

চাকার বা চাকিং তাইজুল


কে এই তাইজুল? প্রশ্ন জাগে বারেবার,কে সে যে শুরুতেই রেকর্ডভোক্ত হয়েই ক্রিকেট বিশ্বে পা রেখেছেন। মনে হয় টনক নড়েছে সারা ক্রিকেট জাতির। কোথায় সেই বোকা..... দা মার্কা ক্রিকেট পরিচালকগন। আসুন এখানে,তয় আসার আগে একটু গাজা খেয়ে আসবেন।

কারন গাজা খেলে নাকি বিষয়বস্তু ভাল করে বিবেচনা করা যায়,গভির থেকে চিন্তা চলে আসে। এমন কিছু কার্যকলাপের প্রমান মিলেছে এবছর।

শুরু হয় পাকিস্থানিদের নিয়ে, একজন বোলার জীবন কাঠিয়ে দিল যেভাবে বোলিং করে। আজ তার বোলিং একশন নিয়ে পরিচালকবৃন্দ সন্দিহান। আজমল এই পর্যন্ত অনেক উইকেট নিয়েছেন। করেছেন হাজার হাজার বল। এতদিন ইনারা কিছু কয়নাই। আজ তাদের চোখ খুলেছে। তাই প্রতিবাদের হাওয়া মাখিয়ে প্রতিবাদী হয়েই নড়েচড়ে বসেছেন। কেটে দিয়েছেন আজমল এক্সপ্রেস কে তার লাইন থেকে। দিয়েছেন থামিয়ে তার খেলার জীবনকে।

এখানেই শেষ নয়,সন্দিহানের চোখ এবার পড়ল সুনিল নারাইন এর দিকে। ভারত ওয়েস্টিন্ডিজ সিরিজ চলাকালীন সময়ে বিচারকের ভুত নেমে আসে সেই সিরিজে। যখন দেখা যাচ্চিল একাই নারাইন ভারতকে চুর্নবিচুর্ন করে দিচ্ছিলেন। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ গুলো গুড়ে দাঁড়াচ্ছ তার ঘুর্নীপাকে। ঠিক তখনি সন্দেহের ঝালে আটকা পড়েন সুনিল নারাইন। শেষ হয়ে যায় তার বোলিং।

আরও আছে, এই অবিচার আর অন্যায় চক্ষুশূল থেকে বাদ পড়েননি আমাদের সুহাগ গাজী। যিনি ইতি মধ্যেই ঠাই করে নিয়েছেন সেরা বোলিং ক্যাটাগরির স্থান।যার আছে শতক,আছে হ্যাট্ট্রিক। যার বোলিং কৌশলের আঘাতে শিকার হয়েছেন পৃথিবী বিখ্যাত খেলোয়ারগন। আজ থাকেও জড়িত করা হয়েছে এই চাকিং বা বেআইনি বোলিং একশন কেতাবে।

♦প্রশ্ন মাননীয় সেই বিচারক গনদের প্রতি। আপনারা কি ঘোড়ার ঘাস কাঠেন? যাদের কে আজ জড়িত করলেন চাকিং বোলার হিসেবে। তারা এতদিন অব্দি কি করে খেলার সু্যোগ পায়??

♦ কেন তাদের আগেই অপসারণ করা হলনা? কি সেই রহস্য??

♦ যদি চাকিং বল করা বেআইনি হয় তবে, এমন বোলার কেন ক্রিকেট জগতে ঠায় পায়??

♦আপনাদের কি মনে হয়না মালিঙ্গা,ব্রেটলি,শোয়েব আক্তার,শ্রীসান্ত'রা চাকিং বল করে গেছেন বা আজও করছেন??

যাক সবই আপনাদের ইচ্ছা, তাই ইচ্ছার নতুন মোড় দিতে পারেন,আমাদের নতুন চমক তাইজুলের দিকে। তাকেও দিতে পারেন চাকার বা চাকিং তাইজুল কেতাব।কোন সমস্যা নাই,বাংলার প্রতিটি সন্তানই গাজী,তাইজুলের মতই রূপ ধারন করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^