বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ১ ঘণ্টা ফ্রীতে কথা বলুন বিশ্বের যে কোন দেশে

প্রথমে আমিও ভাবতাম ফ্রীতে আর কত মিনিট কথা বলব । কিন্তু ফ্রীতে যদি ৬০ মিনিট কথা বলা যায় তাও আবার বিদেশে তবে মন্দ কি। চলুন কাজের কথায়      আসা যাক
যা যা লাগবেঃ
১।   Libon App  [ Download Link= https://play.google.com/store/apps/details?id=lifeisbetteron.com ]
২।  একটি SIM   [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ]
৩।  একটি  Email ID  [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ]
করণীয়ঃ
১। উল্লেখিত Link হতে Libon App টি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে ওপেন করুন । ওপেন  করে নিচের মত  New to Libon এ click করুন ।

২। তারপর , আপনার First Name, Last Name এবং Mobile No [ Libon App এ পূর্বে  ব্যবহৃত হইনি এরকম ] দিন এবং নিচের মত Validate এ
Click করুন।

৩। অতঃপর আপনার Email ID  [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ] দিয়ে Registration সম্পন্ন করুন।
৪। এবার Dailpad এ যান এবং দেখুন আপনাকে free কথা বলার জন্য ৬০ মিনিট দেওয়া হয়েছে ।

তাহলে আর কি Enjoy করুন ৬০ মিনিট যেকোনো নম্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^