বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

সোমবার, ৬ অক্টোবর, ২০১৪

ঈদ কাকে বলে???

চোখের কুনে জ্বল

এসে গিয়েছিলো। ঈদ

কাকে বলে পড়ে দেখুন ?

একটা গরিব বাচ্চা তার বিধবা মাকে জিজ্ঞাসা করল -

আচ্ছা মা, ঈদে সবাই নতুন নতুন

কাপর

বানায়, ভালো ভালো খাবার খায়

কিন্তু

আমরা নতুন কাপড় ও বানাইনা, ভালো খাবারও

খাই

না কেন ... ???

ছেলের এইরকম প্রস্ন শুনে মায়ের

চোখে পানি এসে গেল।

মা ভাবতে পারছ িল না যে তার এই অবুঝ

শিশুটাকে কিভাবে বুঝাবে !!!

শিশুটা পুনরায় জিজ্ঞাসা করল বল

না মা ???

মা তখন শিশুটাকে বুঝিয়ে বলল,

যারা ঈদে নতুন জামা-কাপড় বানায়,

ভালো খাবার খায়, তারা তো ১

মাস

কষ্ট

করে না খেয়ে রোজা রেখে। তাই

আল্লাহ্ তাদের পুরস্কার দেয়। আর আমরা তো সারা বছর

না খেয়ে কষ্ট

করি তাই

আমাদের রোজা শেষ হয় না। যখন

আমরা মরে যাব তখন আল্লাহ্

আমাদের জান্নাতে পুরস্কার দিবেন, নতুন

নতুন

কাপড়

পরাইয়া দিবেন, ভাল ভাল

খাবারও

দিবেন। তখন শিশুটা তার মাকে বলল,

চল

না মা আমরাও মরে আল্লাহ্র

কাছে চলে যাই।

আমারও অনেক ইচ্ছে করে ঈদ

করতে, ভাল খাবার খেতে, নতুন নতুন কাপড়

পরতে।

চল

না মা মরতে যাই ... চল না ... !!!

নির্বাক মা তখন চোখে অশ্রু

নিয়ে তার কাপড়ের আঁচল দিয়ে চোখ

মুছতে মুছতে তার

অবুঝ শিশুর দিকে তাকিয়ে রইলেন

কারন

তার

কাছে যে আর কোন উত্তর নেই ......... !!!

আপনাদের কাছে কি কোন উত্তর

আছে ......... ???

আমার বিশ্বাস আমাদের

প্রত্যেকের

সমাজে এমন অসঙ্খ মানুষ রয়েছে যা এই

গল্পের

সাথে সম্পূর্ণ মিল রয়েছে ।

আমরা কি পারিনা এই অবুঝ শিশুর

কান্না ভরা চোখে একটু

হাসি ফুটাতে,আমরা কি পারি না হ দুঃখী মায়ের

কান্না ভরা মুখে হাসি ফুটাতে ।

আপনাদের বিভেকের কাছে প্রশ্ন

শেয়ার

করে সবার

মাঝে ছড়িয়ে যাবে কি না । হয়তো আপনার একটি মাত্র শেয়ার

অসহায়

মানুষের একটু হলেও উপকার হবে ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^