নিয়ে এলাম চরম একটি পোস্ট নিয়ে। বুঝেছেনই নিশ্চয়ই আজ কি শেয়ার করতে যাচ্ছি। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছিলেন অটো রিফ্রেশার নিয়ে পোস্ট করার জন্য। তাই নিয়ে এলাম সবচেয়ে সোজা পদ্ধতি নিয়ে! আমরা প্রায় সবাই যাদের অটো রিফ্রেশারের প্রয়োজনে ব্রাউজারে অ্যাডঅনস ব্যবহার করে থাকি। কিন্তু আপনি চাইলে অ্যাডঅনস ইন্সটলের ঝামেলা ছাড়াই অটো রিফ্রেশের কাজ করতে পারবেন অনলাইনেই! এর ফলে যেকোন ব্রাউজারেই অ্যাডঅনসের ঝামেলা ছাড়াই প্রয়োজনমত অটো রিফ্রেশ করতে পারবেন।
নিচের বক্সের প্রথম ঘরে আপনি ওয়েব সাইট বা কোন পেজ রিফ্রেশ করাতে চান সেটার লিংক দিন এবং পরের ঘরে কত সেকেন্ড পর পর রিফ্রেশ করাতে চান তা দিন এবং সবশেষে Start বাটন ক্লিক করুন। তাহলে ওপেন হবে সেই ওয়েব পেজটি এবং আপনি যত সেকেন্ড কমান্ড দিয়েছেন সে অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর ওই পেজ অটোমেটিকভাবে রিলোড বা রিফ্রেশ হতে থাকবে।
টুলসটি ব্যবহারে কোন সমস্যা দেখা দিলে জানাবেন। অবশ্যই সমাধানের চেষ্টা করব। এছাড়াও যেকোন মতামত জানাতেও পারেন। ধন্যবাদ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন