বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

Auto Photo Editor দিযে আপনার ছবিটিকে সুন্দর করেনিন !!

বন্ধুরা কেমন আছেন  ? আশাকরি ভাল  আছেন   । আজ আমি আপনার ছবিটিকে আরও সুন্দর করে তোলার জন্য ফটোশপের বিকল্প 1.43MB  ছট একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম । সফটওয়্যার  টি নাম Auto Photo Editor  আগে সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করুন । তারপর নিচে আনুসরন করুন ।


Auto Photo Editor দিযে আপনার ছবিটিকে সুন্দর করেনিন .
Auto Photo Editor
 সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে Auto Photo Editor ওপেন করুন । দেখুন উপরের মতো চিত্র আসবে । ছবিকে যে ভাবে এডিট করবেন তা নিচের ধাপে দেখুন






১. Add Image ক্লিক করে যে ছবি এডিট করবেন তা সিলেক্ট করুন।

২ .  ছবি সিলেক্ট হয়েগেলে ডাবল ক্লিক করুন।

৩. Original Image এবার ইমেজ দেখতে পাবেন উপরের মতো।

৪. তার নিচে   Filters Applied দেখতে পাবেন।

৫. Filter List এ টিক চিহ্ন দিন, দেখুন Filters Applied ছবির মান পরিবর্তন হচ্ছে। এভাবে যতটুকু প্রয়োজন এডিট করে নিতে পারেন।

৬. Process Files এ ক্লিক করে JPG ফরম্যাট সিলেক্ট করে Folder অপশন এ ক্লিক করে কোথায় ছবিটিকে রাখাবেন তা দেখিয়ে দিন এবং ProcessNow ক্লিক করলেই ছবিটি আপডেট হয়ে Save হয়ে যাবে। তাহলে উপভোগ করুন Auto Photo Edito  ।


তাহলে আজকে এই পর্যন্ত পরের পোস্টে আবার দেখা হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^