বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

মোবাইলের ভুলে যাওয়া/অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!

মাঝে মাঝে আমরা আমাদের মোবাইলের লক কোড ভুলে যাই। তখন আমাদের চিন্তার আর শেষ থাকে না। আবার যারা 2nd Hand সেট কিনে তাদের মাঝে মাঝে অনেক সমস্যা পোহাতে হয় লক কোড না জানার কারনে। এই সমস্যা দূর করার জন্যই আমার আজকের এই লেখা।আপনাদের এই কাজটা করতে হবে Unlock Me সফ্টটা দ্বারা। ডাউনলোড
ডাউনলোড শেষে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার লক কোড বের করার পালা। কাজটা খুবই সহজ।প্রথমে সফ্টটা ওপেন করুন।
screenshot0078.jpg screenshot0079.jpg
এবার Option থেকে Unlock এ ক্লিক করুন।
screenshot0080.jpg
এবার সফ্টটা অটোমেটিক বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল কোড বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফ্টটার 5-8 মিনিটের মত লাগবে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর বিধায় আপনি সফ্টটা কার্যরত অবস্থায় Minimize করে রাখুন। যখন আপনার লক কোড পেয়ে যাবে তখন সফ্টটা অটোমেটিক একটা আওয়াজ করবে। আপনি তখন সফ্টটা Meximize করুন। দেখবেন আপনার লক কোড প্রদর্শন করছে। আমার লক কোড 00000 তাই Unlock Code: 00000 দেখাচ্ছে।
screenshot0081.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^