বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

নামের সাথে সরকার সবারই দরকার

অযতাই বকবকানি ছাড়তে পারবনা আর। দেশের সকল দ্রব্যজাত যে হারে মুল্য বৃদ্ধি পাচ্ছে,সে হারে মানুষের আয় রোজগার বাড়ছে কি? উত্তরটা সবারই জানা।
কিন্তু কথা বলার মত কেউ নাই। একা ইমরান এইচ সরকার ছাড়া। তাই তিনি আজ রাগে ক্ষোভে সারাদেশের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, আইন ও বিচার বিভাগ কে ভন্ড প্রতারক বলে আখ্যায়িত করেছেন। কেন করেছেন তাও সবার জানা।
সাবাস ইমরান সরকার সাহেব,আপনি মেসি,রোনালদোকেও হার মানিয়েছেন। কারন মেসি,রোনালদোরা ধাক্কা মারলেও ফাউল হয়না। আর আমরা মারলেই লাল কার্ড খাই।

এটাই হল ষ্টার আর ননষ্টার এর মধ্যে পার্থক্য। তাই মনচায় নামের সাথে সরকার যুক্ত করি।
ভুল তো আমাদের বঙ্গবন্ধুই করেগেছেন, মহান আত্মার পরিচয় দিয়ে। সেদিন যদি সাধারন ক্ষমা না করতেন, তবে আজ আর এত গলা বাজি করতে হতোনা। তবে কি আপনি সেই মহান নেতা বঙ্গবন্ধুকেও একই কেতাবে আখ্যায়িত করলেন ক্ষমা করার জন্য। কারন তিনিও যে স্বাধিন বাংলার রাজনৈতিক নেতা ও সকল বিষয়াদির উদাহরণ হয়ে আছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^