বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

বিনোদন শুধুমাত্র বিনোদন হিসেবেই থাকুক আমাদের সুন্দর জীবনকে ঘীরে"

এত দিন ‪#‎Starjalsa‬ ‪#‎ZeeBangla‬ এই সকল টিভি চ্যানেল গুলোর বিপক্ষে লিখেছি। কেন লিখেছি তার বিস্তারিত ও ব্যাখ্যা দিয়েগেছি।
কিন্তু আজ মনে হচ্ছে সব কিছুই ভুল বলেছি।
হয়তো সমাজের উপরে বিষফোঁড়া হয়ে আছে এই মিডিয়ার মাধ্যম গুলো। যারা এটা শ্রবন করছেন তারা ইহার প্রভাব নিজেদের মধ্যেই বিস্তার করে আসছেন। এটাই হল আমাদের বারাবারি।
কাল্পনিক বিষয়াদি নিজেদের মাঝে মিশিয়ে নেই। যার দরুন অসুস্থতায় রুপান্তরিত হয়ে যাচ্ছে আমাদের নারীকুল। এটা কাদের ভুল? নেহাত আমাদের, আমরা শ্রবন করছি যা তার দিকবেদিক বিবেচনাহীন করে জড়িয়ে পরছি ক্রমশই ভুল পথে।

সামাজিক বিনোদন বিষয় গুলোকে আমলে নিচ্ছি জিবন চাহিদারতরে। যার ফলে সাম্প্রতিক কিছু ঘটনার জন্ম নিল ‪#‎পাখি‬ নামক একটি পোশাককে কেন্দ্র করে। হায়রে মানবকুল! আল্লাহর শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে এসে পরিচয় দিচ্ছি শ্রেষ্ঠ বেকুব জাতীর।
পক্ষে বলার কারন হচ্ছে : আমাদের দেশের যতগুলো টিভি চ্যানেল আছে, কি এমন অনুষ্ঠান আছে যা দেখার মত। হে আছে আধঘণ্টা পরপর একই খবর,বিজ্ঞাপনের চেঁচামিচি, রাত হলেই টকশো নামক আজাইরা পেঁচালি এই হল বারমাসের তালিকানীতি।
সবশেষে বলতে চাই "বিনোদন শুধুমাত্র বিনোদন হিসেবেই থাকুক আমাদের সুন্দর জীবনকে ঘীরে"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^