কি হতে চলেছে আমার সোনার বাংলায়...।। দুই দলের প্রধান চ্যালেঞ্জ ছুরে
দিয়েছেন একে ওপরকে নির্বাচন সম্পর্কে। বর্তমান সরকারের এখনও দুই বছর হাতে
তবুও ভাবতে হচ্ছে পরবর্তী নির্বাচন নিয়ে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার
এর মাধ্যমে নির্বাচন চায় প্রধান বিরোধী দল। আর সরকারি দলের সেই প্রস্তাব
নাকচ করেছেন প্রধান মন্ত্রী। বিরোধী দল পাল্টা জবাবে রাজ পথ অবরোধ সহ
আন্দোলনে নামার হুমকি ধামকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কি হতে পারে
বাংলাদেশের সে কথা মাথায় রাখা উচিত দুই দলেরই। লিবিয়া ও আফগানিস্তানে সরকার
পতনের যে চিত্র আমরা দেখলাম তা ভয়াবহ।উক্ত দেশ গুলুতে সরকার পতন হল ঠিক
কিন্তু লাখ লাখ মানুষের জীবন বিনিময়ে। এমন চিত্র যেন না হয় আমাদের সেই দিকে
লক্ষ্য রাখতে প্রধান দুই নেত্রীর কাছে আমার আকুল আবেদন......।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন