বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

নোংরামি বন্ধ করুন দয়া করে

মন চায় "ষ্টার জলসা" চ্যানেল এর নাটকের নায়ক হইতে। ওখানে বিয়ে করলেও অন্যের বউ, লাভার পাওয়া যায়। কেউ কিচ্ছু বলেনা,নিজেদের মত করে যা খুশি তাই করা যায়।
ইহা একা অসাধারণ সংস্কৃতি। স্বামী স্ত্রী বলে কথা নেই, সবাই সবার জন্য সমান।
জানি আপনারা নাটকের শেষে লিখে দেন সব কাল্পনিকতা যদি কাহারো সাথে ইহার মিল খুজে পাওয়া যায় তাতে আমরা দুঃখিত।

না ভাই এমন চরিত্রায়ন বাংলার কোন ঘরে আছে বলে মনে হয়না। আপনাদের দেশে আছে কি না জানি না। তবে আমাদের দেশে নাই।
কিছু অসৎ লোকের জন্ম হয় সমাজের নিন্দা কিংবা দোষ খুজে বেড় করার। মানুষগুলোর ভিন্নজাতীয় বলেই তাদের আছে লজ্জা,আছে ঘৃনা,লোভ,লালসা,বুদ্ধিগুণ। এজন্যই আমাদের আল্লাহতায়ালা এত সুন্দর করে গড়ে তুলেছেন। সবচেয়ে বড় যেটা তা হল আমাদের আছে বোধশক্তি যা অন্য প্রানীদের নেই।
প্লিজ এমন কিছু কিছু ভাল গুন গুলো মানুষের মন কিংবা চরিত্র থেকে কেড়ে নিবেননা। নয়তো মানুষজাতী পশুতে রুপান্তরিত হয়ে যাবে।
যাদের লজ্জা নাই রাস্তা ঘাটে বিপরীত লিঙ্গের সাথে অশুভ আচরণ করে তারাই তো পশু। সেই পশুর রূপ মানুষের ভিতরে প্রবেশ করানোর জন্য আপনাদের এই সব নোংরা মার্কা বিনোদনই যতেষ্ট। তাই ভাল কিছুর উপর বিনোদন দিতে নিজেদের তৈরি করুন।
আর নোংরামি বন্ধ করুন দয়া করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^