বিন্দু বিন্দু হয়েই ঝরে যেতে চাই সকল অন্তর আত্মার টানে

মাইকিং:

মাইকিং

সম্মানিত পাঠক আপনাকে স্বাগতম আমাদের ব্লগে । আমরা আপনাদের সেবায় দেশ বিদেশের বাচাইকৃত ওয়েবসাইট থেকে মুল্যবান তথ্য ও প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করে এক সাথে প্রকাশ করে থাকি । আপনাদের সহযোগিতাই হবে আমাদের একমাত্র প্রেরনা । ধন্যবাদ ....

slider

রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

লাবণ্যময় ত্বক পাওয়ার আয়ুর্বেদিক উপায়

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায় বলুন? অনেক মানুষ আছে যাদের চেহারার লাবণ্যে ফিকে হয়ে যায় অন্যেরা, তাই, ত্বকের লাবণ্যের কামনা করেন না এমন মানুষ বোধ হয় খুবই কম আছে। এখন তো অনেক রকমের প্রসাধন সামগ্রী ব্যাবহৃত হচ্ছে ত্বকের লাবণ্য বৃদ্ধির জন্য, প্রাচীনকালে এত ধরনের প্রসাধন সামগ্রী কিংবা সৌন্দর্যবর্ধক ক্রিম বা লোশন ইত্যাদি কিছুই কিন্তু ছিল না। কিন্তু তারপরেও তারা ছিলেন প্রাকৃতিক ভাবেই সুন্দর। লক্ষ্য করলে দেখবেন যে কারো সৌন্দর্যের উপমা দেয়ার সময় প্রাচীনকালের দেবীদের সাথে তুলনা করা হয় এখনো। প্রশ্নটা হচ্ছে, কী ছিল প্রাচীন সময়ে ত্বক চর্চার গোপন রহস্য?

প্রাচীনকালের ছিল আয়ুর্বেদিক পদ্ধতি যা ত্বককে প্রাকৃতিক ভাবে করে তুলতো সুন্দর ও ঝলমলে। কোনো ধরনের ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হতো না রূপচর্চায়। সেই সব আয়ুর্বেদিক পদ্ধতির চর্চা এখনো রয়েছে। দরকার শুধু আপনার সুনজর ও একটুখানি সময়। আপনিও এইসব আয়ুর্বেদিক পদ্ধতি ব্যবহার করে ত্বককে প্রাকৃতিক ভাবে সুন্দর করে তুলতে পারবেন আরও কমনীয় ও আকর্ষণীয়।

ত্বক পরিস্কারের জন্য কাঁচা দুধ

ত্বকের অন্যতম পরিষ্কারক হচ্ছে কাঁচা দুধ, মুখের ত্বকের উপরিভাগ ও রোমকূপের গোড়া পরিস্কার করার সব চাইতে প্রাচীন পদ্ধতি হলো কাঁচা দুধ। ত্বকের উপরিভাগ ও রোমকূপের গোড়ার ময়লা যা চোখে ধরা পড়ে না এবং ফেসওয়াস দিয়েও পরিষ্কার করা যায় না, তা দূর করতে কাঁচা দুধের তুলনা হয় না। এছাড়াও দুধ প্রাকৃতিক উপায়ে ত্বককে ময়েচারাইজ ও উজ্জ্বল করে তোলে। বাসায় ফিরে মুখ ধোয়ার পর একটি তুলোর বল দুধে ভিজিয়ে মুখে বুলিয়ে নিন প্রতিদিন। এক সপ্তাহের মধ্যেই ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও অন্যান্য সমস্যা দূর হতে দেখতে পাবেন।

ত্বকের উজ্জলতা ও বয়সের ছাপ রোধে কমলালেবুর রস

কমলালেবুর রস ত্বকের উজ্জলতা বাড়ায়। এবং কমলালেবুর রসের ভিটামিন সি-এর অ্যান্টিএইজিং উপাদান ত্বকে বয়সের ছাপ রোধে সহায়তা করে। এর জন্য আপনার লাগবে তাজা কমলালেবুর রস। একটি তাজা কমলা লেবুর রস বের করে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যাবহারে ত্বকের উজ্জলতা বাড়বে। এর সাথে দূর হবে ত্বকের বয়সের ছাপ। আপনি পাবেন লাবণ্যময় ত্বক।

ব্রণের সমস্যা সমাধানে অ্যালোভেরা

অ্যালোভেরা সবচাইতে প্রাচীন ও ভালো প্রাকৃতিক উপায় ব্রণের সমস্যা সমাধানে। অ্যালোভেরার অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বকের সকল ধরনের ব্রন ও ইনফেকশনের সমস্যা দূর করতে সহায়তা করে। এটা ব্রন দূর করে না কিন্তু ব্রণের কারণগুলো দূর করতে সহায়তা করে। আর এর জন্য আপনার শুধুমাত্র অ্যালোভেরার পাতা লাগবে। একটি অ্যালোভেরার পাতা ভেঙে এর ভেতরের রস বের করে নিন। এই রস সরাসরি ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করুন। এক সপ্তাহের মধ্যে ত্বকের পরিবর্তন টের পাবেন।

ত্বকের রিঙ্কেল, পিগমেনটেশন, দাগ দূর করতে আলু
আলু অন্যতম সেরা প্রাকৃতিক একটি উপাদান যা ত্বক থেকে সব ধরনের দাগ ও ছোপ দূর করতে সাহায্য করে থাকে। শুধুমাত্র একটুকরো আলু ত্বকে ঘষে নিলেই এই ধরনের সমস্যার সমাধান হবে। প্রতিদিন একটুকরো আলু মুখের ত্বকে ঘষে নিন। সপ্তাহখানেকের মধ্যেই ত্বক থেকে দাগ উধাও হবে ১০০ ভাগ গ্যারান্টি। আলু হচ্ছে সবথেকে প্রাচীন প্রাকৃতিক দাগ নিরাময়ক।

ত্বকের কোমলতায় ও মসৃণতায় মধু
মধুতে রয়েছে হিউম্যাকটেন্ট যা ত্বকের রুক্ষতা দূর করে কোমল করে তুলতে সাহায্য করে। এবং ত্বকের ব্রণের সমস্যায় তৈরি ক্ষুদ্র গর্তগুলো দূর করে ত্বককে করে তোলে মসৃণ। হাত ও মুখ ভালো মতো ধুয়ে এক টেবিল চামচ মধু নিয়ে মুখে ম্যাসাজ করুন ২০/২৫ মিনিট। প্রতিদিন ব্যাবহারে বেশ ভালো ফল পাবেন।

এবার আপনিও পাবেন নজরকাড়া নন্দিত লাবণ্যময় চেহারা, তো আর দেরী কিসের? ঝটপট তৈরি হয়ে লেগে পড়ুন, পান লাবণ্যময় ত্বক!

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আপনার ল্যাপটপের কি ব্যাটারি প্রবলেম? সমাধান নিয়ে নিন মাত্র ১.৭ M.B সফটওয়্যারের মাধ্যমে ।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন কিন্তু অনেকেরই  ব্যাটারিতে সমস্যা দেখা দেই। যেমন Backup ঠিক ভাবে দেয় না , ব্যাটারি Backup এর সময় Time ভুল নির্ধারণ করে । আর এসব সমস্যা থেকে ব্যাটারি  কে ঠিক রাখার জন্য মাত্র ১.৭ M.B এর BatteryCare নামক  এই  সফটওয়্যারটি  ডাউনলোড করে নিন ।

বৈশিষ্ট্য:
BatteryCare সফটওয়্যার  টি   ল্যাপটপ এর ব্যাটারি ব্যবহার এবং কর্মক্ষমতা নিখুত ভাবে পরীক্ষণ করে এবং  তার জীবনকাল উন্নতি করতে সাহায্য করে।
ডাউনলোড লিঙ্ক :-  http://www.anafile.com/3tcmdbua0fu4.html
ডাউনলোড করার নিয়মঃ

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

অনলাইনে যাচাই করে নিন আপনার জন্ম নিবন্ধন তথ্য


জন্ম নিবন্ধন কি, বা এটা কি কি কাজে লাগে নিশ্চয়ই এ নিয়ে টিউন করার কিছু নাই। কিন্তু অনেকেই জানেন না যে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করা যায় (যেমনঃ আমি জানতাম না)। খুব মজা লাগলো জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে। তাই শেয়ার করলাম। আমি জানি শুধু লিংক টা দিলেই আপনারা সবাই বুঝতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই করতে এখানে ক্লিক করুন
যাদের জন্ম নিবন্ধন এখনও নেই তারা অনলাইনে আবেদন করতে পারেন
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয় 2014-2015 অনার্সে ভর্তি হবেন,দেখুন কোথায় কি করতে হবে(শুধুমাত্র তাদের জন্য)



আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হবেন তাদের জানাই 30 /10/2014 থেকে ভর্তি ফরম অনলাইনে থেকে পুরন করা যাচ্ছে । কিন্তু অই সাইটে ফরম পুরণের শেষ তারিখ ভুল আছে বলে আমি বলতে পারলাম না কবে শেষ তারিখ ।



যাযা জানা থাকতে হবে ।

* SSC, HSC or Equivalent Info
* Education & Personal Info
*  College and Subject Selection
*  Select Your Desired Quota

উপরের সব কিছু যদি আপনার ঠিক থাকে

তাহলে আপনি প্রথমে এই লিংঙ্কে যান।

এর পর আপনি নিচের Step ফলো করে ভর্তি ফরম পুরণ করুন।

* Step-1                         SSC, HSC or Equivalent Info
*  Step- 2                     Education & Personal Info
* Step-3                        College and Subject Selection
* Step-4                     Select Your Desired Quota
* Step-5                       Upload Your Recent Photo

সব গুলো Step সঠিক ভাবে করে । প্রিন্ট করে নিবেন । এর পর আপনি যে কলেজে আবেদন করেছেন সে কলেজে জমা দিবেন সাথে 300 টাকা দিবেন । আর বাকী গুলো আপনি নিজে নিজে বুঝে যানে । আর না বুঝলে comment করুন । আমি বলে দিব । আর যদি ছবি সহ ফুল ভর্তি ফরম পুরনের নিয়ম পেতে চান । তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন ।

এই পোষ্টটি প্রথম প্রকাশ হয়      এখানে।

মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

USB Device Not Recognized এর সমাধান নিন ( আপডেট )





কম্পিউটারে USB ব্যবহার করেছেন অথচ উপরের মেসেজটি পাননি এরকম মানুষ খোজেঁ পাওয়া যাবেনা। যদি আপনার ডিভাইস বোর্ড নষ্ট না থাকে তাহলে যে সমস্যা গুলো হবে তার সমাধান আছে।
এর সমাধান পাওয়া কিছু টিপস এর আলোচনা নিজে করলাম।
1. Start>Run এ গিয়ে Devmgmt.msc লেখেOK করুন। Device Manager window আসবে।
2. “Universal Serial Bus controllers”এর + এ ক্লিক করুন।
3. USB Root Hub এ রাইট click করে Properties এ যান। USB Root Hub Properties dialog box আসবে।
4. Power Management tab এ Click করুন।
5. “Allow the computer to turn off this device to save power check box” থেকে ঠিক মার্ক তুলে দিয়ে OKকরুন।
6. যতটা “USB Root Hub” আছে (সম্ভবত ৫টি) সবগুলোতে ৩ থেকে ৫নং কাজগুলো করুন।
7. এবার Action menu তে গিয়ে Scan for hardware changes এclick করুন। কাজ হলে ডিভাইস মেনেজার বন্ধ করুন।
8. কয়েকজন (এক্সপি) ব্যবহারকারী বলেছেন তাদের C:\WINDOWS\inf ঠিকানায় usbstor.inf and usbstor.pnf (হিডেন) ফাইলগুলো মুছে গিয়েছিল। ফলে তাদের পিসি কোনভাবেই ইউএসবি পেতনা। পরে তারা ঐ ফাইলগুলো অন্য জায়গা থেকে কপি পেষ্ট করে দিয়েছেন। এতে তারা সমাধান পায়।
9. ভাইরাসের আত্রমণ, এন্টিভাইরাসের স্ক্যান, নতুন প্রোগ্রাম ইন্সটল করার কারণে অনেক সময় Windows এর গুরুত্বপূর্ণ ফাইল Replace,Upgrade বা Delete হয়ে যায়। ফলে এ মিসিং ফাইলটিও ৪ নং এর মত উক্ত সমস্যা সৃষ্টি করতে পারে। এরকম ফাইল মিস হওয়ার সম্ভাবনা থাকলে উইন্ডোজ রিপেয়ার বা নতুন ইন্সটল করলে কাজ হতে পারে। তবে রিপেয়ার বা নতুন ইন্সটলের চাইতে নিম্মের ৬ নং কাজটি আরো কার্যকর।
10 মাইক্রোসফট আরো সমাধান হিসেবে আপডেট সার্ভিস প্যাক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন ইউএসবি পোর্ট এ ধূলাবালি লেগেও এই সমস্যাটা ঘটতে পারে। তাই ইউএসবি পোর্টসহ পুরো মাদারবোর্ড মাঝেমধ্যে ভালভাবে পরিষ্কার করতে হবে।

কমেন্টস করতে ভুলবেননা...।। 

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

নিয়ে নিন ২৯$ দামের studio-v5 লোগো তৈরির সফট সাথে সিরিয়াল নং

অনেক দিন ধরে  খুঁজতেছিলাম কিন্তু কোন ভাবেই পাচ্ছিলাম না। আজ হটাৎ করেই পেয়ে গেলাম তাই আপনাদের দিতে পেরে খুব আনন্দ লাগছে। মনে হয় এই লোগো মেকার সফটটি আপনিও খুঁজছেন । প্রথমে তাদের অফিসিয়াল পেজ থেকে ট্র্রায়াল ভারসনটি ডাওনলোড করে নিন তাও যদি না পারেন তবে এখান থেকে ডাওনলোড করুন।
এবার আপনার নেট কানেকশনটি বন্ধ করুন।
আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্সটল করুন। এবার ওপেন করুন আর এখান থেকে

সিরিয়াল নং3283556526-1822422171-1624787163 -  টি নিয়ে একটিভ করুন ।
দেখবেন ফুল ভারশন একটিভ হয়ে গেছে।

এখনই জেনে নিন সহজে রাগ কমানোর সহজ তরিকা

এখনই জেনে নিন সহজে রাগ কমানোর সহজ তরিকা

আপনার কি রাগ অতিরিক্ত বেশি? অনেকেই অতিরিক্ত রাগের কারণে বিভিন্ন সমস্যায় পড়েন। রাগের মাথায় সম্পর্ক নষ্ট করে ফেলেন, প্রিয় বস্তু ভেঙ্গে ফেলেন, নিজের শরীরের বড় ধরণের ক্ষতি করে ফেলেন এমনকি আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্তও নিয়ে ফেলেন যা একেবারেই উচিত নয়। কিন্তু রাগের বশে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না বেশিভাগ মানুষেরই। তাই রাগের মাথায় কি করতে কি করে ফেলেন সেই আতঙ্কে থাকতে হয় নিজেকেই।
যাদের রাগ বেশি তাদের জেনে রাখা উচিত ঝটপট রাগ কমিয়ে ফেলার কিছু সহজ উপায়। এতে রাগের মাথায় বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই নিজের রাগটাকে কমিয়ে ফেলতে পারবেন দ্রুত। জেনে নিন ঝটপট রাগ কমিয়ে ফেলার সহজ চারটি উপায় সম্পর্কে।

ঠান্ডা পানি খান

রাগ কমানোর খুব সহজ উপায় হলো ঠান্ডা পানি খাওয়া। খুব বেশি রাগ উঠে গেলে ঢক ঢক এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ফেলুন। ঠান্ডা পানি আশে পাশে না থাকলে স্বাভাবিক তাপমাত্রার পানি খেলেও চলবে। এতে চট করে রাগ কমে যাবে আপনার।

শুয়ে পড়ুন

খুব বেশি রাগ উঠে গেলে আশেপাশে শোয়ার ব্যবস্থা থাকলে শুয়ে পড়ুন। আর আপনি যদি এমন কোনো স্থানে থাকেন যেখানে শুয়ে পড়া সম্ভব না, সেখানে বসে পড়ুন। দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়লে রাগ অনেকটাই কমে যায়। এমনকি অতিরিক্ত রেগে থাকা অবস্থায় বসে পড়লেও রাগ অনেকটাই কমে যায়।

গভীর নিঃশ্বাস নিন

যখন প্রচন্ড মেজাজ গরম থাকবে আপনার, সব কিছু ভেঙ্গে ফেলতে ইচ্ছে করবে তখন বুক ভরে নিঃশ্বাস নিন। নিজের বুকের ভেতরের সবটুকু যায়গা জুড়ে নিঃশ্বাস নিন। এরপর ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে দিন। এভাবে বেশ কয়েকবার করুন। এতে রাগ অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে আপনার মনটাও অনেকটাই হালকা মনে হবে।

ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন

প্রচন্ড মেজাজ গরম হয়ে গেলে আশেপাশে পানি থাকলে মাথা ধুয়ে ফেলুন। মাথা ধুয়ে ফেললেও চট করেই রাগটা একেবারে চলে যায়। এতে ক্ষেপে গিয়ে অঘটন ঘটানোর সম্ভাবনাও চলে যায় একদমই।

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

Image থেকে Text আলাদা করুন সহজে (মেগা পোস্ট)

Image থেকে Text আলাদা করুন সহজে (মেগা পোস্ট)
আজ নিয়ে এলাম সত্যিই কাজের একটি পোস্ট। আমি ভালোভাবেই জানি অনেকেরই এই ট্রিকসটি কাজে লাগবে। আমাদের মাঝে মাঝেই কোন একটি ইমেজ থেকে লেখাগুলো টেক্সট আকারে নেওয়ার প্রয়োজন পড়। কিন্তু প্রয়োজন পড়লেই কি আর চলে? একটি ইমেজ থেকে কোন লেখা কপি করার কি খুব সহজ কোন উপায় জানা আছে আপনাদের? কারণ ইমেজ থেকে লেখা নিতে হলে তা দেখে দেখে আমাদেরকে টাইপ করে নিতে হয়। এতো কষ্ট কি ভালো লাগে? আপনারাই বলুন? বহুদিন থেকে এর সুরাহা খুঁজছিলাম। ইন্টারনেটে তো অনেক টিউটোরিয়ালই পাওয়া যায়। কিন্তু কতটাই আর কাজের? আজ সবশেষে পেয়ে গেলাম সেই কার্যকারী সমাধান। খুঁজে পেলাম GT Text নামের একটি ১৩ মেগাবাইটের একটি ফ্রি সফটওয়্যার। সবচেয়ে বড় কথা হল এটি সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার। তাই ট্র্যায়াল বা আপগ্রেডের কোন ঝামেলা নেই। নিজে কিছু ইমেজ থেকে টেক্সট কপি করার পর আপনাদের সাথে শেয়ার করছি এর সম্পূর্ণ টিউটোরিয়াল সেটাও আবার স্ক্রিনশট সহ। তাঁর আগে কিছু কথা জেনে রাখুন এই সফটওয়্যার সম্পর্কে। এই সফটওয়্যার কিন্তু শুধু ইংরেজী টেক্সটই কনভার্ট করতে পারবে। তাই আবার বাংলা টেক্সট কপি করতে গিয়ে বিফল হলে কিন্তু আমার দোষ নেই। নিশ্চয়ই জানেন ইমেজ থেকে টেক্সট কপি করা মুশকিল। তাঁর উপর কম্পিউটার একটি হল যন্ত্র। সে তো ইমেজের ভিতর টেক্সট খুঁজে বের করে আন্দাজের উপর। তাই সহজ সরল ইমেজ ফাইল থেকেই সফটওয়্যারটি টেক্সট আলাদা করতে পারবে। বিভিন্ন ডিজাইন, স্টাইল এবং বিকৃত টেক্সট কনভার্ট করতে হয়ত সফটওয়্যারটি বেকায়দায় পড়তে পারে তাই সেই দায় আমার উপরে দিবেন না। এখন চলুন টিউটোরিয়াল এ চলে যাই।
  • প্রথমে ডাউনলোড করে নিন GT Text সফটওয়্যার। ডাইরেক্ট ডাউনলোড লিংক
  • এরপর সফটওয়্যারটি ডাউনলোড করে সঠিক নিয়মে ইন্সটল দিন।
  • ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন।
  • File মেন্যু থেকে New Project ক্লিক করুন।
  • যে ইমেজ থেকে টেক্সট আলাদা করতে চান সেই ইমেজ সিলেক্ট করে ওপেন করুন।
  • এবার ক্রপ করার মত করে ইমেজের ভিতরে যে জায়গার লেখাগুলো টেক্সট আকারে নিতে চান সেটুকু টেনে সিলেক্ট করে দিন।
  • এবার দেখবেন একটা ছোট উইন্ডো আসবে। সেখানে আপনার সেই কাঙ্ক্ষিত টেক্সটটুকু এসেছে। এখন Continue বাটনে ক্লিক করুন।
  • সেই লেখাটুকু এখন কপি হয়ে গেছে। তাই জলদি করে একটা নোটপ্যাড ওপেন করে পেস্ট করুন। দেখবেন সেই লেখাটুকু চলে এসেছে। 
কি ভালো লেগেছে?  আশা করি ভালো লেগেছে। ইমেজ থেকে টেক্সট আলাদা করতে পারলেন কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। 
ব্লগডিজাইন © 2014 মেঘদল (আরাফাত রহমান রানা)
^